খেরসনে নববর্ষ উদ্যাপনের সময় ড্রোন হামলা, নিহত ২৪, আহত অর্ধশতাধিক

খেরসনে নববর্ষ উদ্যাপনের সময় ড্রোন হামলা, নিহত ২৪, আহত অর্ধশতাধিক
রাশিয়া-নিয়ন্ত্রিত উপকূলীয় খেরসন অঞ্চলে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার নববর্ষ উদ্যাপনের সময় একটি হোটেল ও একটি ক্যাফেকে লক্ষ্য করে একযোগে তিনটি ড্রোন হামলা চালানো হয়। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
খেরসন অঞ্চলের রাশিয়াপন্থি গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, বেসামরিক মানুষ যখন নতুন বছর উদ্যাপনে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। তিনি এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দেন।
খেরসনে নববর্ষ উদ্যাপনের সময় ড্রোন হামলা, নিহত ২৪, আহত অর্ধশতাধিক…
সালদো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
এ হামলার পেছনে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগও করেন তিনি। ঘটনার পর আগামী ২ ও ৩ জানুয়ারি খেরসন অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এই ঘটনার দায় বহন করবে।
উল্লেখ্য, খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। তবে কিয়েভ এবং অধিকাংশ পশ্চিমা দেশ এই ঘোষণাকে অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।
