খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশে ক্ষুব্ধ মদন লাল: মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের কঠোর সমালোচনা
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় ক্রিকেট মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সরাসরি বিসিসিআইয়ের সমালোচনায় মুখ খুলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার মদন লাল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, খেলাধুলায় রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতা এবং কিছু হিন্দু ধর্মীয় গোষ্ঠীর ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ক্রিকেটের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছেন মদন লাল।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। খেলাধুলার মধ্যে এত রাজনীতি কেন ঢুকছে, আমি সত্যিই বুঝতে পারছি না। ক্রিকেট কোন পথে যাচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।”
মদন লাল আরও বলেন, রাজনৈতিক চাপের কারণে খেলোয়াড়দের ভুক্তভোগী হওয়া কখনোই কাম্য নয়।
“এই সব সংস্থাই শেষ পর্যন্ত খেলোয়াড়দের আগুনের লাইনে ঠেলে দেয়। তারা খেলোয়াড়দের ব্যবহার করে। এটাই আসল সমস্যা। খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়,”—জোর দিয়ে বলেন তিনি।
৩০ বছর বয়সী মুস্তাফিজুর রহমানকে আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। এটি আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। নিলামের পর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে ভারতের কিছু রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আপত্তি তোলা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপির কয়েকজন প্রভাবশালী নেতা এবং কিছু ধর্মীয় ব্যক্তিত্ব কেকেআরের মালিক ও বলিউড তারকা শাহরুখ খানকে সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু বানান। তাঁদের অভিযোগ ছিল, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে।
মাত্র দুই দিন আগে বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেন। একই সঙ্গে ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে কেকেআরের মালিকের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারের ক্যারিয়ার নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতি ও খেলাধুলার সীমারেখা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।
