পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা ও দাফন

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ রাষ্ট্রীয় সম্মান ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সংসদ ভবনে আনা হবে। এ সময় পুরো রুটজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
তিনি আরও বলেন, জানাজা ও আনুষঙ্গিক সব আয়োজন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে এবং রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে তা সরাসরি সম্প্রচার করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য। পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে।
শফিকুল আলম বলেন, বিএনপির সঙ্গে সমন্বয় করেই জানাজার আয়োজন করা হচ্ছে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের অন্যান্য উপদেষ্টা, বিএনপির শীর্ষ নেতারা, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় সংসদ, দেশের বিভিন্ন দূতাবাস এবং বিএনপির দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন পর্যন্ত মরদেহ নেওয়ার সময় পুরো পথে জনগণ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে দলীয় অবস্থান থেকে সরকারকে সর্বাত্মক সহায়তা করা হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
