মুস্তাফিজকে কেকেআরে নেওয়া নিয়ে তীব্র বিতর্ক, শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

মুস্তাফিজকে কেকেআরে নেওয়া নিয়ে তীব্র বিতর্ক, শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তের জন্য বলিউড তারকা ও কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি-ঘনিষ্ঠ একাধিক নেতা ও হিন্দু ধর্মগুরু।
বিজেপি সংশ্লিষ্ট নেতাদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে একজন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল দলে নেওয়া অনুচিত ও সংবেদনশীলতাবর্জিত সিদ্ধান্ত। তাদের মতে, কেকেআরের ব্যবস্থাপনার উচিত মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া।
মুস্তাফিজকে কেকেআরে নেওয়া নিয়ে তীব্র বিতর্ক, শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা..
এ দাবির পাশাপাশি আরও কঠোর বক্তব্য এসেছে কিছু ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে। তারা দাবি করেছেন, মুস্তাফিজকে দেওয়া পারিশ্রমিক ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হোক, যাতে ‘নৈতিক দায়’ স্বীকার করা হয়।
প্রথম প্রকাশ্য ও সরাসরি সমালোচনা করেন হিন্দু ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন,
“বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রেক্ষাপটে কেকেআরের উচিত মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া।”
একই সঙ্গে তিনি দাবি করেন, ওই ক্রিকেটারকে দেওয়া প্রায় ৯.২ কোটি রুপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হোক, যা শাহরুখ খানের পক্ষ থেকে ‘ক্ষমা প্রকাশের’ একটি প্রতীক হতে পারে।
এই বিতর্কের জেরে রাজনৈতিক অঙ্গনে পাল্টা প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। কংগ্রেসসহ বিরোধী দলগুলো বলছে, একটি ক্রীড়া দল নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম ও জাতিগত পরিচয়কে সামনে আনা ভারতের বহুত্ববাদী চেতনার ওপর আঘাত। তাদের মতে, খেলাধুলাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্কে টেনে আনা দুর্ভাগ্যজনক।
এ ঘটনায় এখনো শাহরুখ খান, কেকেআর কর্তৃপক্ষ কিংবা মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
